জামালপুর প্রতিনিধি : জামালপুরে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার, হাজতি আসামিদের মুক্তি ও বাদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে পৌর শহরের দেউরপাড় চন্দ্রা গ্রামবাসী। শুক্রবার সকালে পৌর শহরের দেউরপাড় চন্দ্রা জামতলী মোড়ে এলাকাবাসীর আয়োজনে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার, হাজতি আসামিদের মুক্তি ও মিথ্যা মামলার বাদী স্বপন সিদ্দিকির দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে দেউরপাড় চন্দ্রা এলাকাবাসী।
ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ আলী, ফজলুল হক, সুলতান মাহমুদ, ফুলমতি, উর্মিলী প্রমুখ। এ সময় বক্তরা মিথ্যা মামলার বাদী, ভুমি দস্যু, সন্ত্রাসী স্বপন সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তরা আরো বলেন ভুমি দস্যু সন্ত্রাসী স্বপন সিদ্দিকী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার ও ভুমি জবরদখল করে। তার অত্যাচার, সন্ত্রাসী কর্মকান্ড ও ভুমি জবরদখল থেকে এলাকাবাসীকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে দেউরপাড় চন্দ্রা গ্রামবাসী।